
আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে বেতাগীতে খ্রিস্টান সম্প্রদয়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে।
সোমবার এ উপলক্ষে উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জা,বাড়ি-ঘরে সাজগোজ,আলোক সজ্জা, বড় দিনের গান, কেক তৈরী,বিশেষ খাবার,প্রার্থনা ও কীর্ওন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলমান রাজনৈতক অস্থিরতার কারনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নেয় বাড়তি নিরাপওা ব্যবস্থা।
খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে স্থান পায় বড় দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা। সামর্থবান অনেকে বাড়িতে তৈরি করে বড় দিনের বিশেষ কেক। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্বতো ছিলোই। খ্রিস্টান সম্প্রদয়ের নেতা নিপু গোমেজ জানিয়েছেন, সকালে প্রার্থনার আয়োজন সহ এ এলাকায় নির্বিঘেœ সুষ্ঠুভাবে বড় দিন পালিত হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, যে কোন প্রকার নাশকতা বা সংহিসতা প্রতিরোধ এবং নির্বিঘেœ বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ জানান, এখানকার খ্রিস্টান সম্প্রদয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড় দিন উদযাপন করে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।