
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাতের চলমান আন্দোলনের নাশকতা এড়াতে রেললাইন পাহাড়া জোরদার করা হয়েছে।বিশেষত সর্বসাধারনের জনবহুল যানবাহন ট্রেন যোগাযোগে কোন ধরনের নাশকতা বা জনগণের প্রাণহানি না ঘটে সেজন্য পূর্বে থেকেই রেললাইন পাহাড়া জোরদার ও সচেতনতা সৃষ্টি করা হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়ার দিক নির্দেশনাক্রমে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ রেললাইন পাহাড়ার ব্যবস্থা করেন। নান্দাইল উপজেলার মধ্য দিয়ে অতিবাহিত ২৯ কিলোমিটার রেললাইন পাহাড়ার জন্য পৃথক পৃথক ৪টি টিম গঠন করেন। যেখানে নিয়মিত ডিউটি করছে আনসার সদস্য ও গ্রাম পুলিশগণ। বিশেষত নান্দাইল রোড রেলওয়ে স্টেশন, নিজ বানাইল ক্রসিং ও মুসুল্লি রেলস্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বা রেল পথে পাহাড়া জোরদার করতে ডিউটিরত টিমকে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে।
গত কিছুদিন পূর্বে মুশুল্লীনামক স্থানে রেললাইন কেটে দিয়েছিল দূর্বৃত্তরা। তবে বিষয়টি স্থানীয় তিন সহ চারজন ব্যক্তি প্রশাসনকে অবহিত করলে বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী ট্রেন। এরপর থেকেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন সহ রেলকর্তৃপক্ষ। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের জানামাল রক্ষায় কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। এ জন্য রেললাইন সহ বিভিন্ন স্থানে পাহাড়া জোরদার করা হয়েছে। নাশকতাকারী বা নাশকতার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।