নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২০টির অধিক মামলার আসামি জলদস্যু সাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার (২২ জুন) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনা কর্মকর্তা বলেন, গতকাল শনিবার (২১ জুন) রাত ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে, সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প একজন কুখ্যাত অপরাধী সাহাবুদ্দিন সাবু ওরফে জলদস্যু সাবু(৫০) ও তার সহযোগী, বেলাল(৩০), কে মোহাম্মদপুর থানাধিন কেরানীগঞ্জ এলাকার সিলিকন সিটি থেকে গ্রেফতার করা হয়েছে।
জলদস্যু সাবু হত্যা, চাঁদাবাজি, জমি দখল এবং ডাকাতি সংক্রান্ত অপরাধের জন্য কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, সাভার এবং আশুলিয়া থানায় ২০টির অধিক মামলার এজাহার ভুক্ত আসামি বলেও জানান তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তিনি ২০২৪ এর নভেম্বর মাসে মোহাম্মদপুর এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করে। তার সহযোগী বেলালও ৯ টি মামলার এজাহার ভুক্ত আসামি।
মোহাম্মদপুর সেনাবাহিনীর এই দায়িত্বশীল কর্মকর্তা জানান, উভয় আসামিকে আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জলদস্যু সাবু প্রথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে যা যাচাই বাছাই করে পরবর্তীতে বিভিন্ন অপারেশন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ডিআই/এসকে