ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

দিনাজপুর-৬ আসনে প্রার্থীতা ফিরে পেলেন’ শাহনেওয়াজ ফিরোজ’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনে
র্প্রাথীতা ফিরে পেলেন শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। তার মনোনয়নপত্র গ্রহণ এবং প্রতীক বরাদ্দ দিয়ে র্নিবাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ দেওয়ার জন্য র্নিবাচন কমিশন এবং দিনাজপুরের রির্টানিং র্কমর্কতাকে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। র্প্রাথীর আবেদনের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর হাইর্কোটের আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম
এই আদেশ প্রদান করেছেন।যার কেস নাম্বার ১২০৬/২০২৩। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ১% সর্মথক সূচক তালিকায় গরমিল থাকার কারণে তার র্প্রাথীতা বাতিল করেছিল দিনাজপুর জেলার রির্টানিং র্কমর্কতা এবং জেলা প্রশাসক শাকিল আহমেদ। এরপর র্প্রাথীতা ফিরে পেতে তিনি আদালতে আপিল করেন। শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর-টাটকপুর গ্রামের মৃত আবদুল্যাহেল ওয়াছেফ শাহের ছেলে মনোনয়নপত্রে তার পছন্দের প্রতীক ছিল ঈগল। স্বতন্ত্র র্প্রাথী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ বলেন, ‘আমি হোয়াটঅ্যাপে রির্টানিং র্কমর্কতাকে আদালতেরআদেশের কপি দিয়েছি। ২৪ ডিসেম্বর (রবিবার) বিকেলে স্বশরীরে গিয়ে আদালতের আদেশের কপি জমা দিব।
আমার পছন্দের প্রতীক ঈগল পাখি যেহেতুকোন র্প্রাথী বরাদ্দ পায়নি। সেহেতুওই প্রতীক আমি পাব।আমি ইতিমধ্যে র্নিবাচনী পোস্টার ছাপিয়েছি।এখন থেকে পুরোদমে প্রচারণায় নামবো।’ এদিকে দিনাজপুর জেলার রির্টানিং র্কমর্কতা জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ‘র্প্রাথীর (রবিবার) বিকেলে আদালতের আদেশের কপি আমার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা উচ্চ আদালতের আদেশ এবং র্প্রাথীর মনোনয়নপত্রের সকল কাগজপত্র যাচাই করবো। আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, তাকে নিয়ে দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বী র্প্রাথীর সংখ্যা দাঁড়াল ৫ জনে।
এসব র্প্রাথীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শিবলী সাদিক, ট্রাক প্রতীকে স্বতন্ত্র র্প্রাথী আজিজুল হক চৌধুরী, সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকে শাহ আলম বিশ্বাস, তৃণমূল বিএনপি মনোনীত
সোনালী আঁশ প্রতীকে মোফাজ্জল হোসেন এবং আদালতের আদেশে র্প্রাথীতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রাথী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।

শেয়ার করুনঃ