
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সদস্য সৈয়দ জাহিদ আলম।
২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় স্কুল সভাকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় পিজাইটিং অফিসার ছিলেন, উজিরপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।সভাপতি হিসাবে ২ জন প্রার্থী ছিলেন। গোপন ব্যালটের মাধ্যমে ৮টি ভোট গ্রহণ করেন। ভোট গনণা শেষে সৈয়দ জাহিদ আলম ৫টি ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। পিজাইটিং অফিসার সৈয়দ জাহিদ আলমকে সভাপতি হিসাবে বিজয়ী ঘোষণা করেন। এদিকে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও অভিভাবকরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।