
বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
রবিবার ২৪ ডিসেম্বর দুপুরে বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শাহ- ই- আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান,মোজাম্মেল হক মোজাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার। এসময় আরো উপ্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলায় সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে চত্বরে এ বকনা বাছুর বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।