
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় জিনু আক্তার নামে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারেরঘাট বাজার নামক ব্রীজের দক্ষিণ পাশে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। জানাগেছে, নিহত জিনু আক্তার (৭০) এর বাড়ি উপজেলার মুশুল্লী ইউনিয়নের ত্রিমোহনী আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামে। পরে স্থানীয় লোকজন ওই নারীকে গুচ্ছগ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। হাইওয়ে থানার ওসি মেহানসো শফিক সরকার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এর পূর্বে লাশ ও ইজিবাইক সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখছি।