
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালী প্রেস ক্লাব২০২৩’র নির্বাচন সম্পন্ন হয়েছে।২৪ ডিসেম্বর রবিবার সকাল ৯ থেকে দুপুর ১টার মধ্যে পটুয়াখালী প্রেসক্লাবের এ ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দৈনিক যুগান্তরএর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাফর খান সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইতিমধ্যে সহ-সভাপতি পদে দি ডেইলী স্টারের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ্যাড,মোঃ সোহরাব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাকারিয়া হৃদয় নির্বাচিত হয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন।আর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান। এদিকে সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, মাইটিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান বাবলু, বিটিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী সামসুর রহমান ইকবাল, দৈনিক ইনকিলাব এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি’র স্টাফ রিপোর্টার আফরিন জাহান নিনা,দৈনিক সংবাদ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি স্বপন ব্যার্নাজী ও মাছরাঙা টেলিভিশন এর পটুয়াখালী জেলা প্রতিনিধি চিম্বয় কর্মকার।
পটুয়াখালী প্রেস ক্লাবের এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ডঃ সন্জিব দাস ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামীম। পটুয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের মেয়াদ কাল ২০২৪ সাল।পটুয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত এ নেতৃবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষজন।