ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ধানমন্ডিতে মব নিয়ন্ত্রণ করে পুরস্কার পেলেন সেই ওসি
ঝিকরগাছায় শশুর বাড়িতে বিষ পানে এক ব্যক্তির আত্মহত্যা
বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে: চসিক মেয়র
রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মুশফিকুর রহমান মেহেদী
ঝালকাঠি পৌরসভায় পদোন্নতির অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে আবেদন
মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাষ্ট্রপতি কুচকাওয়াজ: নারী অফিসার ক্যাডেটসহ ৪৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
মোরেলগঞ্জে শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা
খুলনায় ঝটিকা মিছিলকারী আ”লীগের আরো ৩ নেতাকর্মী গ্রেফতার
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা
কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলে আম গাছের চারা উপহার দিলেন: এমবি কলেজ কতৃপক্ষ
তানোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক অবহিত করণ সেমিনার
নান্দাইলে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভাঌ
পরিবেশ রক্ষায় পটুয়াখালীতে ৩ ইউনিয়নের জনতার মানববন্ধন
বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নান্দাইলে শিক্ষকদের প্রশিক্ষণে নাস্তার টাকায় ছয়-নয়

ময়মনসিংহের নান্দাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম ” স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৭ই ডিসেম্বর হইতে ২৩শে ডিসেম্বর পর্যন্ত ৭দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকদের জন্য নাস্তা বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এতে করে প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানাগেছে, উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্র্রাসার ৭০৩ জন শিক্ষক-শিক্ষিকা উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। ৭০৩জন শিক্ষকদের বিপরীতে জনপ্রতি ৫০০ টাকা দৈনিক ভাতা, ৩০০ টাকা দুপুরের খাবার ও ৮০ টাকা করে সকালের নাস্তা বরাদ্দ করা হয়। কিন্তু নাম মাত্র ৩৫ টাকা থেকে ৪০ টাকা খরচা করে জনপ্রতি নাস্তার আয়োজন করা হয়। যেখানে একটি মাত্র আপেল ও দশ টাকা মূল্যের একটি ড্রাইকেক সহ একটি ৫০০ মি.লি. পানির বোতল প্রদান করা হয়। ৮০ টাকার বিপরীতে ১৫% সরকারি ভ্যাট বাদ দিলেও ৬৮ টাকা দিয়ে নাস্তা তৈরী করার কথা রয়েছে। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তা না করে নাম মাত্র ৩৫/৪০টাকা দিয়ে নাস্তা তৈরী করে শিক্ষকদের মধ্যে বিতরণ করেছেন। এতে করে জনপ্রতি শিক্ষকের নাস্তা হতে ২৫ টাকা থেকে ৩০ টাকা করে ৭০৩
জন শিক্ষকের বিপরীতে ১ লাখ ২৩ হাজার টাকা উদ্বৃত্ত করা হয়েছে। যে টাকার কোন হিসাব নাই। এছাড়া এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণে অংশগ্রহনকারী কয়েকজ শিক্ষক বলেন, আমাদেরকে যে নাস্তা দেওয়া হয়, তা ৩০টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা। বাকী টাকা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ে যান। তারা আরো বলেন, বিষয়টি নিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে ২১ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর এ তিনদিন নাস্তা না দিয়ে জনপ্রতি শিক্ষককে নগদ ৬৮ টাকা প্রদান করার আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখ্খারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চারদিন নাস্তা দিয়েছি এবং তিনদিনের নাস্তার টাকা নগদ দিয়েছি। আপনাদের (সাংবাদিকদের) কি সমস্যা ? এখানে যথা নিয়মেই দিয়েছি, সরকারি ভ্যাট বাদ দিলে কয় টাকা সেভ হয়েছে ? আপনারা যা পারেন তাই লিখে দেন। এছাড়া নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, বিষয়টি আমি শোনেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জানায় তাদেরকে নাস্তার পরবর্তীতে তিনদিনের নগদ টাকা দিয়ে দিবো।

শেয়ার করুনঃ