
কুড়িগ্রামে এক যুগ ধরে পলাতক ৫ বছর কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করল পুলিশ।
লালমনিরহাট জেলার ২০১২ সালের একটি দস্যুতা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওয়ারেন্ট মূলে শনিবার ( ২৩ ডিসেম্বর ) রাতে রাজারহাট থানাধীন একতা বাজার এলাকা থেকে প্রায় ১ যুগ পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামী রাজারহাটের মীরেরবাড়ি বিশবাড়ি পাঙ্গা এলাকার মো. হামিদুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, ২০১২ সালে মামলা রুজুর পরথেকে পলাতক থাকায় গত ২০২০ সালে উক্ত আসামীকে ৫ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। উক্ত আসামী দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় অবস্থান করে। রাজারহাট থানা পুলিশ উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করে এবং রজারহাটে আসা মাত্রই অভিযান পরিচালনা করে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ। উক্ত আসামী একজন ডাকাত ও মাদক কারবারি তার বিরুদ্ধে ঢাকা, লালমনিরহাট ও কুড়িগ্রামে পূর্বের ৪ টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।
কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে