
নওগাঁর প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সভা শুরু হয়।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সভার প্রথম পর্যায়ে জেলার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। পরে জেলার ছয়টি সংসদীয় আসনের ৩২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি।
জেলা রিটার্নিং অফিসার গোলাম মাওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।