ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

নাইক্ষ্যছড়িতে যা উন্নয়ন হয়েছে তা বলে দেয় আমি কী করেছি- মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের বড়বিল,বেতবুনিয়া বাজার, তুমব্রু বাজার,বাইশফাঁড়ী,রেজু পাড়া ও ফাত্রাঝিরি সহ বিভিন্ন স্পটে /স্টেশনে শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগসহ পথসভায় পার্বত্য বীর, পার্বত্য মন্ত্রী বাহাদুর উশৈসিং বলেন।

৩০ বছর আগের আর ৩০ বছর পরের পাহাড়ের উন্নয়নই বলে দেবে আমি কী কাজ করেছি,জনগন কতটুকু উপকৃত হয়েছে । কথার বিপরীতে কাজই সাক্ষ্য দেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পাহাড়ি জনপদের মানুষকে কত ভালবাসেন-আমি বীর বাহাদুর আপনাদের কতো ভালোবাসি ।
যদি উন্নয়নের প্রমান পান তা হলে আর দেরী নয়,আসুন উন্নয়নের অগ্রযাত্রার শরীক হই। একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিন । যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। যেন পাহাড়ের সম্প্রীতির বন্ধন অটুুট থাকে-শান্তিময় পাহাড়ে সকলে বসবাস করতে পারি আমরা সকলে।

তিনি আরো বলেন,বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমি বীর বাহাদুর উশৈসিং আপনাদের দ্বারে দ্বারে এসেছি। আগেও ছিলাম,ভবিষ্যতে থাকবো। বারবার আপনারা আমাকে ভোট দিয়েছেন।
আমি যা কথা দিয়েছিলাম তা পূরণের চেষ্ঠা করেছি। অবশিষ্ট ভবিষ্যতে করবো।জনগনের মৌলিক অধিকার বলতে যা বুঝায় সব পুরণে প্রাণান্ত চেষ্টা করবো।সুতারা এ সুযোগ দিতে নৌকায় ভোট দিয়ে এ ওয়াদা রক্ষার সুযোগ দিতে আপনাদের উদাত্ত আহবান জানাচ্ছি।

সফরের মাঝখানে ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় বক্ততার পর তিনি গনসংযোগ শেষে নাইক্ষ্যংছড়ি ফিরে আসেন। জনসংযোগ কালে তার সফরসঙ্গী ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভকপতি অধ্যাপক মো;.শফিউল্লাহ,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আলী হোসাইন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি একেএম জাহাঙ্গীর আজিজ,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম প্রমুখসহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।আজ ২৪ ডিসেম্বর রোববার বীর বাহাদুর .সকালে দৌছড়ি ও দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরে পথসভায় ও গনসংযোগ করবেন।

শেয়ার করুনঃ