ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আস্কারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাইল যুব ফোরামের লাল কার্ড
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে অভিযান করবে ডিএনসিসি:ডিএনসিসি প্রশাসক
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
কয়লার চেয়ে প্রাণ দামী: বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত হলেন আনন্দ টিভির সাবেক ডিএন‌ই প্রশান্ত দাশ কথা
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পাঁচবিবিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭’শ ৮৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি-মারধরের প্রতিবাদে মানববন্ধন 

 রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হকের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বেলা   ১২ টায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী বাজারে তাহেরপুর টু শিকদারী রাস্তায় অবস্থান নেয় এনামুল হক এম পি’র নেতাকর্মীরা।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাস্তা অবরোধসহ প্রতিবাদ ও মানববন্ধন  করা হয়।
ফলে রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বাধাগ্রস্ত হয়।
খবর পেয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে নিয়ন্ত্রণ আনে ও গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়। তবে নেতাকর্মীরা রাস্তাতেই অবস্থান গ্রহণ করেন।
পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল হোসেন ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিবিন্দ সরকার উপস্থিত হয়ে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আপনারা অভিযোগ দিলে, অবশ্যই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বাস দেন।
আশ্বাস পেয়ে নেতাকর্মীরা মানববন্ধন শেষে রাস্তা ছেড়ে চেঁউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথসভা করেন।
পথ সভায় বক্তারা বলেন,নির্বাচনের প্রচার প্রচারণার শুরু থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর স্বশস্ত্র ক্যাডাররা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার  কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির ব্যক্তিগত সহকারী সহ ৪ নেতাকর্মীর উপর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার ও তার ক্যাডার বাহিনী হামলা চালায়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ছেঁড়া ও পোস্টার লাগাতে বাধা প্রদান সহ অসংখ্য অফিস ভাংচুর করেছে নৌকা মনোনীত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন,এই ভাবে চলতে থাকলে কোন ভাবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সাধারণ ভোটাররাও ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে না।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরিবিন্দ সরকার বলেন, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ । এ পর্যন্ত যা হয়েছে, সেগুলো তদন্ত করে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ