ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আসাদুজ্জামান মিয়ার ভাগ্নে কলমকে আনা হলো ঢাকার আদালতে,ফের গ্রেফতার শুনানী ২৫ মে
ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ উদ্যোগে ‌ ফ্রি চক্ষু ক্যাম্প
সারাদেশে পুলিশের অভিযানে আরও ১৫৩৩ জন গ্রেফতার
জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটি গঠন
কালীগঞ্জে প্রতিবন্ধীর ঘর নির্মাণে মমতাজ আলী শান্ত’র অর্থ সহায়তা
দেশে প্রথমবার চট্টগ্রামে চালু হল ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চসিক মেয়রের যুগান্তকারী পদক্ষেপ
অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
মোংলা পৌর বিএনপির আহবায়কসহ ২১ জনের বিরুদ্ধে মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
হাটহাজারী দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রেস্তোরায় বসা নিয়ে দ্বন্দ,ঝিগাতলায় চারজনকে ধরে নিয়ে কোপায় কিশোর গ্যাং সদস্যরা
টিকটক করতে ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই, গ্রেফতার ১০
মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না; রমনা ডিসি
শার্শায় তক্ষক সাপ সহ ২ পাচারকারী আটক
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজের আবাসিক হলের নাম পরিবর্তন
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাওগাতিতে দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু

বাউফলে নির্বাচনী সংঘর্ষে যুবলীগের সাবেক সভাপতি সহ আহত ৬

পটুয়াখালী ২ বাউফল আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ এর ৬ সমর্থককে কুপিয়ে, পিটিয়ে ও গুলি করে মারাত্মক জখম করা হয় । ২২-১২-২০২৩ শুক্রবার রাত ১০ টায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের লালখান বাড়ির পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের ঘটনায় বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল খান (৫২)কে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে দুই পা এবং হাতে মারাত্মকভাবে জখম করা হয়, তার পায়ে গুলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, এছাড়াও ছাত্রলীগ নেতা অলিউল ইসলাম, মোঃ রাকিব, মোঃ ফেরদৌস, মোঃ শফিকুল ও যুবলীগ নেতা মোঃ বাদলকে কুপিয়ে পিটিয়ে যখম করা হয়, তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে বাউফল সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আহত রেজাউল করিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় জাদুর কাঠি নৌকা মার্কার উঠান বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা অসুস্থ দিলীপ বাবুর সাথে দেখা করার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করার পথে রাজনগর লালখান বাড়ির পাশে আসার সময় দুর্বৃত্তরা রাস্তায় মার্বেল ছিটিয়ে দিয়ে হোন্ডার গতিপথ রোধ করে এলোপাথারি ভাবে কুপিয়ে পিটিয়ে ৬ জনকে জখম করে, চালানো হয় গুলি।

আহত অলিউল ইসলাম বলেন প্রতিপক্ষকে শক্তিশালী করতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার এর ছেলে বগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাসান হাওলাদার ও ভাগ্নে শাহাবুদ্দিন এর নেতৃত্বে এই হামলা চালানো হয়। স্থানীয় সোহেল মেম্বার বলেন গুরুতর অসুস্থ রেজাউল খানকে গুলি করা হয় এবং আমরা সেই গুলির খোসা পুলিশের কাছে হস্তান্তর করি।এ হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হামলার ঘটনাকে কেন্দ্র করে বগার চেয়ারম্যান মোঃ হাসান হাওলাদার বলেন ঘটনার সময় আমি পটুয়াখালী ছিলাম,হামলার সাথে আমার সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে, বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ