
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাহিমের উপর হামলা”র প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
এ উপলক্ষে ১৮অক্টোবর বিকালে উপজেলার লালপুর প্রবাসী কল্যান ফাউন্ডেশন ট্রাষ্টের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক জুনায়েদ।
লিখিত বক্তব্যে জুনায়েদ বলেন কিছুদিন আগে লালপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা এলাই মিয়ার ছেলে সুমন মিয়া সাইফুল ইসলাম রাহিমের উপর পিছন দিক থেকে অতর্কিতভাবে ছুরি চালিয়ে হামলা করে। উক্ত হামলায় রাহিম মারাত্বকভাবে জখম হয়ে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। তার জখমের পরিমান এতোটাই বেশী ছিল যে কারনে রাহিমকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর রাজধানী ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেয় চিকিৎসকরা।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকায় উন্নত চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হলে রাহিম এলাকায় ফিরে আসে। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে হামলাকারীকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেন আশুগঞ্জ থানা-পুলিশ। বর্তমানে হামলাকারী সুমন জেল হাজতে রয়েছেন। হামলাকারী কেন রাহিমের উপর অতর্কিতভাবে হামলা করেছিলেন? তার পিছনে অন্য কারো ইন্দন আছে কিনা? হামলার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখার আহবান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।
সাংবাদিক সম্মেলনের সময় আহত সাইফুল ইসলাম রাহিম ও লিখিত বক্তব্য রাখেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়নের ০৫ ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন,মোখলেছ মিয়া,জাহাঙ্গীর আলম,প্রবাসী মাঈনুদ্দিন,সংগঠনের সদস্য ও প্রবাসী মোঃ নজরুল ইসলাম, সংগঠনের অফিস সহকারী সাগর দাস,কোষাধ্যক্ষ ও প্রবাসী এম,কে,
শাহজাহান,লালপুর মানব কল্যান যুব সংঘের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
শাহজাহান,লালপুর মানব কল্যান যুব সংঘের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু সহ প্রমুখ ব্যক্তিবর্গ।