
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নে প্রচার প্রচরণা ও গণসংযোগ পথসভা করেন পূর্বগুজরা মোহাম্মদীয়া,চিবাতলী, অলি মিয়া হাট,উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির। জননেতা জনাব এ. বি.এম ফজলে করিম চৌধুরী বক্তব্য বলেন রাউজান আমার – আমি রাউজানের।দীর্ঘ ২৮ বছর রাউজানের প্রতিটি মানুষের পাশে ছিলাম এবং আছি।এসব সম্ভব হয়েছে মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। তিনি আমাকে সাতবার রাউজানে দলের পক্ষে মনোনয়ন দিয়েছেন। যার কারণে আমি রাউজানে ব্যাপক উন্নয়নে কাজ করতে পেরেছি।আমি সব সময় চেষ্টা করেছি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে।আমি স্বপ্ন দেখি দিনে, রাতের স্বপ্নে আমি বিশ্বাসীনা। যারা স্বপ্ন দেখে না তারা মৃত ব্যক্তি।আমি যাহা ভাবী ও স্বপ্ন দেখি তার বাস্তবায় করে থাকি।সেই জন্য রাউজান নান্দনিক উপজেলা।
ভোট হচ্ছে সকল নারী পুরুষের গণতান্ত্রিক অধিকার আপনারা আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ নির্বাচনে সবাই নিজ দায়িত্বে ভোট কেন্দ্র গিয়ে মূল্যবান ভোট প্রদান করবেন, আমি বাস্তব কর্মকাণ্ডে বিশ্বাসী, আমি সারাজীবন বেঁচে থাকবোনা কিন্তু বেঁচে থাকবে আমার উন্নয়ন কর্মকাণ্ড। সেটাতে আমার প্রকৃত শান্তি,মানুষ আজীবন বেঁচে থাকেনা,বেঁচে থাকে তার কাজ কর্মে।সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দিন আহমেদ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , রাউজান উপজেলা চেয়ারম্যান জনাব এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা আনোরুল ইসলাম, কফিল উদ্দিন চৌধুরী, মহিলা নেত্রী দিলুয়ারা ইউসূপ,প্যালেন মেয়র বশির উদ্দিন খান উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নূর মোহম্মদ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ,কাউন্সিলার এডভোকেট.সমীর.দাশগুপ্ত,রাউজান উপজেলার প্রিয় সংগঠন সুমন.দে,সঞ্চালনা করেন মফজল হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন জনাব রোশনঙ্গীর আলম, ডাঃ স্বপন বড়ুয়া, শেখ মুজিব রহমান, ৪,৫ ও ৬ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা রুবিনা ইয়াসমিন রুজি, ৭,৮ও ৯ ওয়ার্ডের ইউপি সদস্যা আশরিফা করিম, জনাব মাহমুদ হোসেন,জাহাঙ্গীর আলম,বেলাল হোসেন, ইউপি সদস্য জনাব দিদারুল আলম, বিশ্বজিৎ চৌধুরী,মোঃ বাবুল, সজল মহাজন, সরূপানন্দ চৌধুরী,মোঃ আব্দুল কাইয়ুম,মোঃ খালেদ, বকুল বড়ুয়া,স্বপন চৌধুরী, জয়সেন বড়ুয়া,সুজন বড়ুয়া,মোঃ সালাউদ্দিন আহমেদ মোঃ রায়হান উদ্দিন আহমেদ, মোঃ ইলিয়াস, সৌরভ বড়ুয়া কাজল, বিটু দে,রাজীব দে, মোঃ মান্নান, রানা বড়ুয়া,বিনন্দ বড়ুয়া,তপন বৈদ্য, দেবপ্রিয় বড়ুয়া,লিটন বৈদ্য, চনন্দ মহাজন, মোঃ নরুল কবির,মোঃ মহিউদ্দিন প্রমূখ।