
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জন মাদক কারবারি গ্রেফতার। মাদক কারবারীদের নিকট হতে ৪০ বোতল ফেনসিডিল,৩৩৫ পিস ইয়াবা ট্যাবলেট,৩২০ গ্রাম গাঁজা এবং ১৫০ লিটার চোরাই মদ সহ আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলো মোঃ রুবেল হোসেন(৩০), পিতা-আব্দুল হালিম, সাং-কিউ ২৫ হাউজিং এস্টেট, থানা-খালিশপুর , কাজী রবিউল ইসলাম(৩৫), পিতা-মৃতঃ কাজী নূর ইসলাম, সাং-মধ্যডঙ্গা উত্তরপাড়া জিন্নাহ সড়ক, থানা-দৌলতপুর, মোঃ ফজলুল হক(৫০), পিতা-মৃত: হাতেম আলী, সাং-শংকরপুর, জোয়াদ্দার পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, নিউটন বিশ্বাস আকাশ(৫০), পিতা-মৃত: নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাং-মহাটালী, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, সিনবাদ শেখ(১৯), পিতা-খোকন শেখ, সাং-জিন্নাহপাড়া ৯নং গলি, থানা-লবণচরা, আল-মামুন কাজী(১৯), পিতা-মৃত: মহির কাজী, সাং-শিরোমণি পশ্চিম পাড়া, থানা-খানজাহান আলী, বাদল রাউত(৪৫), পিতা-মৃত: গঙ্গারাম, সাং-স্টেশন রোড হিজলা গলি, থানা-খুলনা, আজিম খান সনি(৪১), পিতা-মৃত: বাবুল খান এবং শিবু শাহানি(৫০), পিতা-মৃত: লক্ষণ সাহানি, সাং-স্টেশন রোড হিজলা গলি, থানা-খুলনা, খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে এদের গ্রেফতার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ টি মামলা রুজু করা হয়েছে।