
ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে আজিমনগর বাজার হতে মকরপট্টি সড়ক পর্যন্ত এবং ঘারুয়া ইউনিয়নে ভাঙ্গারপাড় হতে কুমারখালী সড়ক পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন ফরিদপুর -৪ আসনের এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ বুধবার বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচনের শেষে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান মজিবুর রহমান চৌধুরী নিক্সন তার বক্তব্যে বলেন ,বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী সারা দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে । জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারো নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানায়। আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির জন্য সর্বদা কাজ করে থাকেন,এবং বাংলার জনগন সুখে শান্তি বসবাস করতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এই দেশ ও জনগনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন তাঁর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করার লক্ষে তারি আর্দশে গড়া জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর এই স্বপন বাস্তব রূপে পরিনিত করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কোন বিকল্প নেই।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান- এস এম হাবিবুর রহমান,আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার
,ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটু মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস কুমারসহ স্থানীয় আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।