ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আসাদুজ্জামান মিয়ার ভাগ্নে কলমকে আনা হলো ঢাকার আদালতে,ফের গ্রেফতার শুনানী ২৫ মে
ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ উদ্যোগে ‌ ফ্রি চক্ষু ক্যাম্প
সারাদেশে পুলিশের অভিযানে আরও ১৫৩৩ জন গ্রেফতার
জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটি গঠন
কালীগঞ্জে প্রতিবন্ধীর ঘর নির্মাণে মমতাজ আলী শান্ত’র অর্থ সহায়তা
দেশে প্রথমবার চট্টগ্রামে চালু হল ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চসিক মেয়রের যুগান্তকারী পদক্ষেপ
অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
মোংলা পৌর বিএনপির আহবায়কসহ ২১ জনের বিরুদ্ধে মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
হাটহাজারী দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রেস্তোরায় বসা নিয়ে দ্বন্দ,ঝিগাতলায় চারজনকে ধরে নিয়ে কোপায় কিশোর গ্যাং সদস্যরা
টিকটক করতে ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই, গ্রেফতার ১০
মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না; রমনা ডিসি
শার্শায় তক্ষক সাপ সহ ২ পাচারকারী আটক
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজের আবাসিক হলের নাম পরিবর্তন
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাওগাতিতে দেড় ঘন্টার ব্যবধানে বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে-হানিফ

গত শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়ার সদর হাটশ হরিপুর ইউনিয়ন, পৌর ৪ ও ৮ নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে ও সন্ধা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট স্টেশন চত্বরে পৌর ৪ ও ৮ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার কান্ডারী মাহবুবউল আলম হানিফ।

এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে কুষ্টিয়ার উন্নয়নকে এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে। কেননা কুষ্টিয়ার উন্নয়নের জন্য আমরা সকলেই এক এবং অভিন্ন।

হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শেখ হাসান মেহেদী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু সহ দলীয় নেতৃবৃন্দ।.
হাটশ হরিপুর ইউনিয়নে পৃথক পৃথক পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ। এদিকে শালদাহ এলাকায় সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন মেম্বর, পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, অপর দিকে শালদাহ এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি ওল্ট কুষ্টিয়া হাইস্কুলের পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ, সাবেক চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এম সম্পা মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবুল কাশেম।

পথসভায় হানিফ বলেন, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের দখলে। সেই কুষ্টিয়া থেকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো মাদকের সাথে যাড়া জড়িত রয়েছে তারা কুষ্টিয়ায় থাকতে পারবে না। এই শহরটাতে উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই।

এ জেলার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন। ইতিমধ্যে যে সব উন্নয়ন হয়েছে সবই দৃশ্যমান। আধুনিক জেলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে উন্নয়নের কথা ভেবে, শান্তির জনপদ গড়তে আগামী ৭জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন।

শেয়ার করুনঃ