মাইটিভি'র পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাব এবং পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সদস্য মশিউর রহমান বাবলু'র মা হোসেনে আরা বেগম আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) জানা গেছে ,২৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টার সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মরহুমার জানাজার নামাজ আজ আসর বাদ পটুয়াখালী শহরের বড় বাড়ী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে।মরহুমার রুহের মাগফেরাত কামনা করছেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব,পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম'র নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন ব্যবসায়ী গন।