
দীর্ঘ তিতিক্ষার পর মাধবপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় মাধবপুর কুটুমবাড়ি হোটেল কনফারেন্স হলরুমে সম্মেলনের মধ্য দিয়ে এক ঝাঁক অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার তরুণ উদীয়মান মেধাবী সংবাদ কর্মীদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট “মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’র” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২৮-১২-২০১৫ ইংরেজি তারিখে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ।
নতুন সভাপতি নির্বাচিত হন দৈনিক আলোর জগত পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ কাদের, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক আনন্দবাজার পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি শ্রীবাস সরকার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দৈনিক এই বাংলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি নারায়ন সরকার নয়ন ।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল সহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।