নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম নামের ৬০ বছর বয়সী এক মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক ক্ষোভের বশবতর্ী হয়ে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন এ নির্মম হত্যাকান্ড চালান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি। এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আমেনা স্থানীয় মৃত আকবর আলীর স্ত্রী।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থ, প্রেম সংক্রান্ত ব্যার্থতা, মাদকাসক্ত) বশবতর্ী হয়ে মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।