কবিতাঃ “শূণ্যতায় আমি।”
কলমেঃ মিতা পোদ্দার
ছোট ছোট প্রাপ্তি নিয়েই
আমার এগিয়ে চলা,
নিঃস্ব নই তবুও
কাটছে খুশিতে বেলা।
শূণ্যতার মাঝেই পরিপূর্ণতা
বিশ্বাসটুকু রাখি,
নীরবেই কখনোবা
ভাসে দুটি আঁখি।
ভাবতে পারিনা কখনো
আমিও জানি কিছু,
জ্ঞানের খোঁজে সারাক্ষণই
ঘুরি জ্ঞানীর পিছু।
ওপরে ওঠার সিড়িগুলো
বড় পিচ্ছিল মনে হয়,
প্রতিযোগিতার পাল্লায়
কেবলি শূণ্য মনে হয়।
শূণ্যতার মাঝেই তৃপ্তি
শতভাগ আছে,
জটিলটা-ও সহজ হয়
এই আমার কাঁছে।
সমীকরণের সমাধানে
জীবনের সন্ধান পাই,
পরিপূর্ণতায় নয়
আমার মতে
শূণ্যতায় সুখ ভাই।