নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সরকারি কলেজ পরিদর্শন করেছেন পুলিশ সুপার নরসিংদী, কাজী আশরাফুল আজীম, পিপিএম।বুধবার ২৩ ফেব্রুয়ারি নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়াসহ সকল প্রভাষকদের সাথে মতবিনিময় করেন সুপার। এ সময় নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মহোদয়কে স্মারক প্রদান করেন পুলিশ সুপার। মতবিনিময় শেষে কলেজের পাঠদানের কক্ষ সমূহ পরিদর্শন করেন তিনি।কলেজ পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।