এম শাহজাহান মিয়া ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গৌরহরি ভজনালয়ের দীন ভক্তবৃন্দ ও পূঁজা উদযাপন পরিষদ শাখার সার্বিক সহযোগিতায় স্থানীয় বাবু অনন্ত কুমার রায়ের বহিবাটিস্থ,শ্রী শ্রী গৌরহরি ভজনালয় প্রাঙ্গণে শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তুঃ দেশ মাতৃকার শুভ কল্যাণ কামনায় ও বিশ্ব শান্তি কল্পে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২১ ফেব্রুয়ারী সোমবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন শ্রীবরদী উপজেলার বলদীপাড়া গ্রামের শ্রী সুরেশ চন্দ্র মহন্ত। অধিবাস কীত্তনীয়া: শ্রী নারায়ণ চন্দ্র বর্মন ও গৌরহরি ভজনালয়ের দ্বীন ভক্তবৃন্দ,মহানামযজ্ঞের কুঞ্জ সেবায়ঃ শ্রী রঞ্জন কুমার গোস্বামী, কালিবাড়ী, পরদিন ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার অরুণোদয় হইতে বুধবার নিশান্ত পর্যন্ত ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পূঁজা উদযাপন পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় এসব তথ্য নিশ্চিত করে আরো বলেন আগামীকাল বৃহস্পতিবার অরুণোদয় হইতে অষ্টকালীন লীলা কীর্ত্তন। রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায় সাতক্ষীরা থেকে আগত কুমারী আশা লতা মণ্ডল,রাজশাহী থেকে শতরুপা হাওলাদার,বগুড়া থেকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত অংশগ্রহণ করবেন। নাম সুধা পরিবেশনায় খুলনা থেকে আদীমা শারদা সম্প্রদায়,সিরাজগঞ্জ মা যশদা সম্প্রদায়, ফরিদপুর থেকে অদ্বৈত্ত সম্প্রদায়,বগুড়া থেকে শিব পার্বতী সম্প্রদায়,টাঙ্গাইল কৃষ্ণ কলি সম্প্রদায়এবং ঝিনাইগাতী সদর থেকে গৌরহরি ভজনালয় সম্প্রদায় অংশগ্রহণ করবেন।শুক্রবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ নিবেদন অন্তে মহোৎসব কুঞ্জভঙ্গ,দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে সমাপ্তি হবে বলেও জানান তিনি।