
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের নির্বাচনী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় ফরিদপুর শহরতলী তেঁতুল তলার মোড়, মৃগি বাজার, বেইলি ব্রীজ বাজার, ফরেস্ট অফিস বাজার,রাজবাড়ী রাস্তার মোড়, বাইপাস এবং কানাইপুর বাজারের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক নির্বাচনী গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।
এ সময় ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ (একে আজাদ) তার ঈগল মার্কার প্রতীক নিয়ে জনসাধারণের মাঝে ভোট ও দোয়ার আহবান জানায়। পাশাপাশি কর্মী সমর্থনদের আইন শৃঙ্খলার প্রতি সম্মান রেখে নির্বাচনীয় আচরণবিধি লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানান।
একে আজাদ বলেন,আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। সেজন্য এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ফরিদপুরে উন্নয়ন করতে হলে,ঈগল প্রতীকের কোন বিকল্প নেই।,ফরিদপুর বাসীর শান্তির প্রতীক ঈগল মার্কা। কারণ আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -০৩ আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।