নিজস্ব প্রতিবেদক,লক্ষীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ ট্রলি চলাচল বন্ধের ঘোষনা দিলেন এমপি আনোয়ার হোসেন খান। সরকারের উন্নয়ন ক্ষতিগ্রস্থ দূর্ঘটনা,ধুলাবালিতে চলাচলে দূর্ভোগ সৃষ্টিকারী অবৈধ ট্রলি বিগত বছরের ন্যায় এ বছরেও বন্ধ ঘোষনা করা হয়েছে৷ আজ মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) উপজেলা মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভা এ ঘোষনা দেওয়া হয়৷ মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভার প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন আ ক ম রুহুল আমিন,এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন আখন্দসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা৷ সভায় সবার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সমন্বয় একটি টিম গঠন করে অবৈধ ট্রলি বন্ধ ঘোষনাসহ আগামীকাল থেকে অভিযান পরিচালনা ঘোষনা দেন৷
উল্লেখ্য- বিগত চার বছর যাবত এ অবৈধ ট্রলি চলাচল ৪ বার বন্ধ ঘোষনা করা হয়েছে৷ তবুও ট্রলি সমিতি ও মালিক পক্ষ অদৃশ্য শক্তির ইন্দন ও সহযোগিতায় ট্রলি চলাচল অব্যাহত রয়েছে।