
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। জানা গেছে,২১ ডিসেম্বর বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রতিনিধি, সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উক্ত ইউপির কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহন কারী গন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এর নিকট এ ইউপি সদস্যর বিরুদ্ধে স্বারকলিপি প্রদান করার জন্য একমত পোষণ করেন।সু্ত্রে জানা গেছে, এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন মৌকরন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।স্থানীয় দুই শতাধিক নারী, পুরুষ,বৃদ্ধ ও শিশুরা উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রচেষ্টায় ৭ নং ওয়ার্ডের একটি পাকা রাস্তার স্কিম অনুমোদন হয়ে কাজ শুরু হয়। কিন্তু সিদ্দিকুর রহমান (মেম্বার) রাস্তার কাজের বিরোধিতা করায় কাজটি স্থগিত হয়ে যায়।
মানববন্ধন শেষে স্থানীয় সকল নারী ও পুরুষ মিলে মোঃ সিদ্দিকুর রহমান মেম্বার এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বলে জানা যায়।