ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়কের বাড়িতে ককটেল ফাটিয়ে অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের প্রধান নির্বাচন সমন্বয়কের বাড়িতে ককটেল নিক্ষেপ ও গেইটে অগ্নি সংযোগের অভিযোগ ওঠেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে ও স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক বাহার উদ্দিন খেলনের বাড়িতে এই ঘটনা ঘটে।

বাহার উদ্দিন খেলন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের ট্রাক প্রতীকে পক্ষে গণসংযোগ ও প্রচারনা শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। ভোর রাতের দিকে হঠাৎ আমার বাড়ির চারদিকে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে দেখি বাড়ি গেইটে আগুন জ্বলছে।

তিনি বলেন, ট্রাক প্রতীকের পক্ষে জনগনের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর নির্দেশে তাঁর অনুসারী হানিফ চৌধুরীর নেতৃত্বে আমার বাড়িতে এই ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

খেলন বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নির্বাচনকে অংশগ্রহণ মূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন। এবাবে চলতে থাকলে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উনার বাড়ির সামনের একটু খড়ে আগুন এবং সিসিটিভি লেখা একটা লিফলেট পোড়ানো হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি।

ওসি বলেন, কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দাদপুর ইউনিয়নের শ্রীপুরে একরামুল করিম চৌধুরীর নৌকা মার্কার কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের ঠ্যাং-ট্যাং ভেঙে দেওয়ার হুমকি প্রদান করেন দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন। হুমকি প্রদানের ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভোটারদের মাঝে সুষ্ঠু-নিরপেক্ষ ভোট নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া তৈরী হয়।

স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবিষয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে অর্থবহ করার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নোয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী অস্ত্রধারী-মাডার মামলার আসামিদের নিয়ে ঘুরেবেড়াচ্ছেন। তাঁর সন্ত্রাসীদের দিয়ে আমার নেতাকর্মীদের প্রকাশ্যে হুমকি-দুমকি দিচ্ছেন। আজ সুবর্ণচরে আমার প্রধান নির্বাচন সমন্বয়ক জাতীয় নেতা আবদুল মালেক উকিলে ছেলে বাহার উদ্দিন খেলনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন দেয়া হয়ে।

তিনি বলেন, আমরা কোন বিশৃঙ্খলায় জড়াবো না। আমরা চাই একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন। আগামী ৭ জানুয়ারি ব্যাল্টের মাধ্যমে এই সন্ত্রাসের জবাব দিবে।

নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী বাহার উদ্দিন খেলনের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি এত বড় নেতা নন যে, তার বাড়িতে হামলা হবে। এবিষয়ে আমি কিছুই জানিনা।

শেয়ার করুনঃ