
বিরামপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট শেষে দোকান থেকে সন্তানের জন্য বিরিয়ানি কিনে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষক তারেকের, সড়কেই গেল প্রাণ। বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে মহাসড়কের উপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারেকুজ্জামান তারেক (৩৬) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত তারেকুজ্জামান তারেক (৩৬) বিরামপুর পৌর শহরের শহরের টিএন্ডটি পাড়ায় মৃত: তাজুল ইসলাম চৌধুরীর ছেলে এবং তিনি একটি বে-সরকারি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে মহাসড়কের উপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারেকুজ্জামান (৩৬) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তারেকুজ্জামান শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট শেষে দোকান থেকে সন্তানের জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জনতা ব্যাংকের সামনে মহাসড়কের উপর একটি অটো-রিক্সাকে অতিক্রম করার সময় তিনি রাস্তায় পড়ে যান। এসময় গোবিন্দগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাকা তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার দূর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও তার চালক ও সহকারী পালিয়ে গেছে। পরিবারের অভিযোগ না থাকাই, ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।