ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ট্রেনে নাশকতাকারী সন্দেহে ৯ জনকে আটক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ৯ জন নাশকতাকারীকে আটক করা হয়েছে।

বিমানবন্দর রেলস্টেশনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ।

তিনি বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

মোসতাক আহমদ বলেন, ‘গ্রেফতারকৃতরা সামান্য কিছু উৎকোচের বিনিময়ে চলমান হরতাল অবরোধকে কেন্দ্র রেললাইন ও ট্রেনে নাশকতা করতো। সম্প্রতি নেত্রকোনা থেকে তেজগাঁও রেলস্টেশনে আগত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন মা শিশুসহ নিহত হোন। এছাড়াও আরো দুইজনসহ মোট চারজন আগুনে পুড়ে মারা গেছে। তারই ধারাবাহিকতায় র‍্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগীতায় সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি- এরা কোন কুচক্রী মহলের হয়ে স্বল্প টাকার বিনিময়ে এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। গ্রেফতারকৃতরা বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ ভাঙচুর করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন ধরণের মামলা রয়েছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী, অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা রেলের নিরাপত্তা নিশ্চিত করে যাবো। যতক্ষণ পর্যন্ত ট্রেনের যাত্রীরা নিরাপত্তা নিশ্চিত অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।’

ভবিষ্যৎতে ট্রেনে অগ্নিকান্ডের আশংকা আছে কি না এবং বাড়তি কি ধরণের নিরাপত্তা দেওয়া হচ্ছে?- এমন প্রশ্নের জবাবে লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, ‘প্রথমে বাস টাকের উপরে অগ্নি সন্ত্রাস ছিল। কিন্তু অতি সম্প্রতি সময়ে তা রেলের উপরেও এসেছে। যার কারনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপরতা চালিয়ে যাচ্ছে। নাশকতাকারীরা এ ধরণের কাজ করে কখনো রেহাই পাবে না। বিভিন্ন রেলস্টেশনে আমাদের সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। ট্রেন আসা ও যাওয়ার সময় আমরা নজরদারি করা হচ্ছে। আমরা আশা করি, নাশকতাকারীরা আর এ ধরণের কাজের সাহস পাবে না।’

অগ্নিকান্ডের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোন ঘাটতি ছিল কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। সেটা তদন্তেই বেরিয়ে আসবে। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করতে আমাদের যত ধরনের সাপোর্ট ধরকার, তা আমরা করে যাবো।’

নাশকতার সু-নির্দষ্ট অভিযোগ রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। এরা বিভিন্ন নাশকতার সাথে জড়িত ছিল। এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে মোসতাক আহমদ বলেন, ‘টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যে সকল অপরাধীরা রয়েছে, তাদের ডাটাবেস আমরা সংগ্রহ করেছি। এসব আসামীদের আমরা প্রতিনিয়ত নজরদারি করছি।’

ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না বা শনাক্ত করা সম্ভব হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে র‍্যাব-১ এর অধিনায়ক মোসতাক বলেন, ‘আমরা আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করবো। সেই সাথে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা মূল হোতা কিংবা অগ্নিকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করলে আপনাদেরকে জানবো।’

ডিআই/এসকে

শেয়ার করুনঃ