কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় এক আবাসিক মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক মাহবুব আলম নামে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।
জানা যায়, গত সোমবার (২ জুন) পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আমিরিয়া একরামিয়া নূরাণী, হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুটি বাড়ী বোদা উপজেলার নাওতরী সুয়েরপাড়া গ্রামে।
গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগীর বাবা জানান, আমার ১০ বছরের ছেলেকে হাজীপাড়া গ্রামের ঐ মাদ্রাসায় হাফেজি পড়ানোর উদ্দেশ্যে ভর্তি করি। প্রায় এক বছর ধরে সে সেখানে পড়াশোনা করছে। গত সোমবার (২ জুন) গভীর রাতে শিক্ষক মাহবুব আলম শিশুটিকে ঘুম থেকে ডেকে তার কক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঐ ছাত্র কোরবাণীর ঈদের ছুটিতে বাড়ি এলে মাদ্রাসায় আর যেতে না চাওয়ায় কান্নাকাটি শুরু করে এবং নির্যাতনের বিষয়টি আমাদের জানায়। বিষয়টি আমি মাদ্রাসার সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ করেছি। এখন পর্যন্ত কোনরুপ ব্যবস্থা গ্রহণ করেনি। আমি সঠিক বিচার না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে শিশু ছাত্রটি জানায়, আমাকে জোরপূর্বক মাহবুব আলম হুজুর তার রুমে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে আমার শরীরে ব্যাথা হলে হুজুর ঔষধ খাওয়ায়। আমাকে বিষয়টি না জানানোর জন্য হুমকি ধামকি দেয়। আমি ভয়ের কারণে এতদিন কাউকে জানাইনি। তবে আমার বাবা ও মাকে গত শুক্রবার বিষয়টি জানাই।এ বিষয়ে মাদ্রাসার সভাপতি বলেন, আমি শিশু ছাত্রের বলাৎকারে বিষয়টি জানতে পেরেছি, তবে অভিযুক্ত শিক্ষক মাহাবুব আলম বিষয়টি অস্বীকার করেছেন। ঘটনাটি সঠিক হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ বিষয়ে মাদ্রাসায় গিয়ে কোন শিক্ষককে পাওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষককে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।