
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধায় শহরতলী আলীপুর রাসেল কমপ্লেক্স এর হল রুমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দের উপস্থিতিতে শেখ রাসেলের জন্মদিনে কেক কেটার,পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে দপুরে জেলা আওয়ামী লীগের সেবা প্রতিষ্ঠান হল্যান্ড চিলন্ড্রেন হাউজে শিশুদের নিয়ে দিবসটি পালন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি।