ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পুলিশের এসআইকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৩

রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার ধোলাইপাড় এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই)কে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গত ১৯ তারিখ ভোর রাতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন এই এসআই। তিনি নারায়নগঞ্জ সদর মডেল থানায় কর্মরত।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইসমাইল (৫৫), মো. রাসেল হোসেন (২৯) ও মো. শফিকুল ইসলাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৫ হাজার টাকা, দু’টি মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহৃত রক্তামাখা চাকু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন।

ডিসি ইকবাল বলেন, বরিশালে মেহেন্দিগঞ্জ থানার একটি মামলার স্বাক্ষী দিয়ে ১৯ তারিখ ভোর রাতে বাসে করে ঢাকায় ফেরেন ভুক্তভোগী এসআই। তিনি বাস থেকে কদমতলী থানার ধনিয়া রোডের পূর্ব ধোলাইপাড় বাজার এলাকায় নামেন। এই সময়ে তাকে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সবস্ব লুটে নেওয়ার চেষ্টা করে। এই সময়ে এসআই নিজের আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো চাপাতি দিয়ে বাম হাতের কব্জিতে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে। পাশাপাশি ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে পেটের বাম পাশে পোচ মারে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে ছিনতাইকারীরা এসআই’র প্যান্টের পকেটে থাকা দু’টি মোবাইল ফোন যার ৪০ হাজার টাকা ও সন্তানদের স্কুলে ভর্তির জন্য মানিব্যাগে আবারও ৪৩ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই সময়ে তার সঙ্গে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিসহ সকল কাগজপত্র নিয়ে যায়।

ডিসি ওয়ারী আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী এসআইয়ের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্তে নেমে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। দলটির প্রধান ইসমাইলের নামে একাধিক ছিনতাইয়ের মামলার তথ্য পাওয়া গেছে। এই ঘটনার পরে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ছিনতাইকারী প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সচেতনা বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ