ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে ভাবি ভাতিজি সহ তিনজনকে হত্যা : একজনের মৃত্যুদণ্ড
খুলনায় ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
খানাখন্দে ভরা শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক সড়ক
উলিপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল-জরিমানা
নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের।
পুলিশের অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬০৫
রাজাপুরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত
নাইক্ষংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা
তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সাবধান করল ডিএমপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পল্লী চিকিৎসক অর্জুনে’র

পটুয়াখালীর মৌকরণ ইউপি সদস্য’র বিরুদ্ধে মানববন্ধন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৩

 

পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের এক ইউপি সদস্যর বিরুদ্ধে   মানববন্ধন’র আয়োজন করা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত। এ ঘটনা টি ঘটেছে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক  সন্ধ্যা সাড়ে ৭ টার সময়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুত্রে জানা গেছে, মৌকরণ ইউপির ৭ নং ওয়ার্ডের  ইউপি সদস্য’র বিরুদ্ধে  উক্ত দিন সকাল সাড়ে ১০ টার সময় এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি’র নেতৃত্বে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে উক্ত সন্ধ্যা রাতে এ ইউনিয়নের গোলাম হোসেন হাওলাদার বাড়ীর দরজা অতিক্রম কালে উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম (৫০) তাঁর সাথে থাকা একই ওয়ার্ডের নাগরিক কাজী আবুল কালাম (৪৫) ও মোঃ শাহআলম (৪৮) এর উপর উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ও এ ওয়ার্ডের বাসিন্দা কাজী ইমরুল ইসলাম সুমন(৩৪),

মোসাঃ ইসমত আরা (৪৫),মোঃ আবদুস সত্তার প্যাদা(৫০), মোঃ নুরু হাওলাদার (৪৮),মোঃআবুল হোসেন হাওলাদার (৫৫),মোঃ সোবহান হাওলাদার (৪৫),জলিল হাওলাদার (৩০)ও মোঃ সাদ্দাম হাওলাদার (২৭) সর্ব সাং কালিকাপুর, সর্ব থানা পটুয়াখালী সহ অজ্ঞাত নামা আরও ৪/৫ তাদের পথরোধ করে মারধর করে বলে জানা যায়।
সুত্রে আরও জানা গেছে, তাদের  মারধর করার সময় মসজিদের মাইকে ডাকাত ডাকাত ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের উপর নাকি অত্যাচার চালানো হয় বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দেখতে মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এমটাই জানা গেছে। এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে ১৪ নং মৌকরণ ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমার(তাঁর) বিরুদ্ধে মানববন্ধন হয়েছে সে শুনেছেন। তাঁর ও  ৩ জন লোক আহত হয়েছে, হাসপাতালে ভর্তি করেছেন। মামলা করবেন এ বিষয়।
এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে আহত কাজী আবুল  কালাম,মোঃ নজরুল ইসলাম ও মোঃ শাহআলম এদের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় মামলা দায়েরের জোর  প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ