
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের এক ইউপি সদস্যর বিরুদ্ধে মানববন্ধন’র আয়োজন করা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত। এ ঘটনা টি ঘটেছে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুত্রে জানা গেছে, মৌকরণ ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য’র বিরুদ্ধে উক্ত দিন সকাল সাড়ে ১০ টার সময় এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে উক্ত সন্ধ্যা রাতে এ ইউনিয়নের গোলাম হোসেন হাওলাদার বাড়ীর দরজা অতিক্রম কালে উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম (৫০) তাঁর সাথে থাকা একই ওয়ার্ডের নাগরিক কাজী আবুল কালাম (৪৫) ও মোঃ শাহআলম (৪৮) এর উপর উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ও এ ওয়ার্ডের বাসিন্দা কাজী ইমরুল ইসলাম সুমন(৩৪),
মোসাঃ ইসমত আরা (৪৫),মোঃ আবদুস সত্তার প্যাদা(৫০), মোঃ নুরু হাওলাদার (৪৮),মোঃআবুল হোসেন হাওলাদার (৫৫),মোঃ সোবহান হাওলাদার (৪৫),জলিল হাওলাদার (৩০)ও মোঃ সাদ্দাম হাওলাদার (২৭) সর্ব সাং কালিকাপুর, সর্ব থানা পটুয়াখালী সহ অজ্ঞাত নামা আরও ৪/৫ তাদের পথরোধ করে মারধর করে বলে জানা যায়।
সুত্রে আরও জানা গেছে, তাদের মারধর করার সময় মসজিদের মাইকে ডাকাত ডাকাত ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে তাদের উপর নাকি অত্যাচার চালানো হয় বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দেখতে মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এমটাই জানা গেছে। এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে ১৪ নং মৌকরণ ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমার(তাঁর) বিরুদ্ধে মানববন্ধন হয়েছে সে শুনেছেন। তাঁর ও ৩ জন লোক আহত হয়েছে, হাসপাতালে ভর্তি করেছেন। মামলা করবেন এ বিষয়।
এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে আহত কাজী আবুল কালাম,মোঃ নজরুল ইসলাম ও মোঃ শাহআলম এদের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় মামলা দায়েরের জোর প্রস্তুতি চলছে।