
রাজশাহীর তানোরে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন চিত্র নায়িকা মাহিয়া মাহী। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহী।
প্রতিক বরাদ্ধের পর থেকে তানোর গোদাগাড়ীর পাড়া মহল্লা ও বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা ও জনসংযোগ করছেন তিনি। তাকে দেখার জন্য জন্য উৎসুখ জনতা ভীড় জমাচ্ছেন। এই নায়িকা যেখানেই যাচ্ছেন সকল বয়সী নারী পুরুষ, শিশু, কিশোর কিশোরী ভীড় করছেন।
বৃহস্পতিবার তিনি পাঁচন্দর ইউপির বিভিন্ন পাড়া মহল্লায় জনসংযোগ শেষে ইলামদহি বাজারে মোড়ে পথসভা বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি জনগনের সেবক হিসেবে মানুষের সেবা করবেন।
তিনি বলেন, কাউকে দাস বানানো হবে না, কাউকে অপমান ও তাচ্ছিল্য করা হবে না, সবাই সম্মানের সহিত মাথা উচু করে বাচবেন। এসময় তিনি সকলের কাছে ট্রাক প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষন মুখী করে স্বাবলম্বী করার চেষ্টা করছেন।
সন্ধ্যায় তিনি তানোর থানা মোড়েও জনসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। বর্তমান সাংসদ ফারুক চৌধুরীর ১৫ বছরে কেমন কোন উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে বেকারত্ব দুর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।