
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ২৫০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের অভিযানে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ এলাকা ও মহিষকান্দি এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮), দক্ষিন তালগাছিয়া এলাকার মো. আমির হোসেনের ছেলে মোঃ রাব্বি আলম সাগর (২৮) ও ভান্ডারিয়া উপজেলার তেলিখালী এলাকার মো. ফিরোজ মাতুব্বরের ছেলে মো. হাসান মাতুব্বর (২২)।
ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান জানান, কাঁঠালিয়ায় ইয়াবা সহ তিনজকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল মহোদয়ের মাদক বিরোধী অভিযান সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।