
রাজধানীর ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো তাওহীদ ইসলাম ও মো. শিমুল হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১ লক্ষ ৬৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেট বিহীন প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, গত ১৫ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে জনৈক মুরগি ব্যবসায়ী ও তার কর্মচারি মুরগি বিক্রির ছয় লক্ষ টাকা নিয়ে কাপ্তানবাজার থেকে বাসার উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা দেয়। সকাল সাতটার দিকে ওয়ারী থানার জয়কালী মন্দিরস্থ হোল্ডার স্ট্রিটে সরকার ফুয়েল পাম্প সার্ভিসের সামনে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিন ছিনতাইকারী নেমে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা রুজু হয়।
তিনি আরো জানান, মামলা রুজুর পর ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করে গতকাল বুধবার ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়া এলাকা হতে তাওহীদ ও সবুজবাগ থানার উত্তর মান্ডা এলাকা হতে শিমুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ওয়ারী থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে