নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পাচারকারীকে আটক করেছে।
গ্রেফতারকৃত হলেন মো.আজমির আলী(৩১)।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ফেব্রুয়ারি ভোর চার টার দিকে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লে.কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানার নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে একজন পাচারকারীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,ইয়াবা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।