নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজার এলাকা হতে ২৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গ্রেফতারকৃত হলেন ছলিম উদ্দিন শেখ এর ছেলে মো. জামাল উদ্দিন(৫০)।
শনিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) নোমান আহমদ এসব তথ্য জানান।
এসময় তিনি জানান,এর আগে গত শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটের দিকে র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজার নয়েছ টাওয়ার (ন্যাশনাল ব্যাংক) এর সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা,০২ টি মোবাইল ফোন এবং নগদ ১৯,৩৩০/- টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলার শ্রীপুর থানাসহ বিভিন্ন এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।