কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার গণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রৌমারীতে সকাল ১০:৫০ ঘটিকায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে ১২:৩০ ঘটিকায় রাজিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জনাব মো. মিনহাজ উদ্দিন, রৌমারীর ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মো. নাহিদ হাসান খান, রাজিবপুরের ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার মো. তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান পিপিএম, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মো. ইমদাদুল ইসলাম সহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসার গণ।
উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।
ডিআই/এসকে