মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় নিবার্চিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে এক আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো.আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মো.ছোয়াইব হোসেন পুলিশ সুপার ডিআইজি অফিস বরিশাল, প্রশান্ত কুমার দে’ অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি-নলছিটি) সার্কেল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির এবং উপজেলা নিবার্হী অফিসার সুফল চন্দ্র গোলদার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী, ওসি (তদন্ত) এইচ এম শাহীন, ইউপি চেয়ারম্যান মো.হারুন অর রশীদ, শিশির দাস, মো.আমিরুল ইসলাম ফোরকান, মাহামুদুল হক নাহিদ, মাহমুদ হোসেন রিপন, মো.মিঠু সিকদার, এসআই মো.আহসান উল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো.কাজল, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মাসুদ উল আলম, আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, মোসাদ্দেক বিল্লাহ প্রমূখ। সভায় ৬ ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য ও প্রশাসনের কর্মকতার্সহ শতাধিক এতে অংশ গ্রহন করে। সভাশেষে প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি’র নিজ অর্থায়নে অতিথিদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন।