
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোট চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে গতকাল ২০ শে ডিসেম্বর রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় চিকি সা প্রদান করেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের এর ডাক্তার মোঃ আতাউর রহমান এ সময়ে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও ডাকুয়া ইউনিয়নের তিন নং ওর্য়াড এর ইউপি সদস্যসর সহর্ধমিনী দিলরুবা আরা এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর প্রকল্প র্কমর্কতা, প্যারামেডিক ও স্থানীয় স্বাস্থ্যর্কমী।
এ সময় অত্র এলাকার অসহায় মানুষ চিকি সা গ্রহণ করেন ও আরো বলেন আমাদের গ্রামে রাস্তাঘাট ভালো না হওয়ার কারণেই অনেক প্রতিষ্ঠানে এখানে আসতে চায় না এতে করে আমাদের এলাকা থেকেকমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতাল অনেক দূর হওয়ার কারণে আমাদের চিকিৎসা পেতে অনেক কষ্ট হয়। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআই এস) আমাদের কথা চিন্তা করে আমাদের মাঝে এসে আমাদের সেবা দেয়ার কারণে আমরা অনেক উপকৃত হবে, এতে করে উক্ত প্রতিষ্ঠানকে আমাদের গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ও সেই সাথে আমাদের এখানে মাঝে মাঝে চিকি সা প্রদান করার জন্য অনুরোধ করছি।