1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক মিয়ানমারে ১৫০ বস্তা সিমেন্ট পাচারকালে চট্টগ্রামের উপকূলে আটক ৫ ভাষানটেকে সেনাবাহিনীর অভিযানে ‘বাবলু গ্রুপের’ ২ সদস্য আটক, অস্ত্র উদ্ধার সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৪১ গোবিপ্রবি উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ রাজস্থলী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার তানোরে ৪শ’ বছরের পুরোনো বট পাকুড়ের যুগলবন্দী গাছের গল্প শুনিয়ে বাচ্চাদের ঘুম পাড়ান মায়েরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মোংলায় বিএনপির শোক র‍্যালি জুলাই বিপ্লব-২৪ বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরন সভা রাজাপুরে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

নেত্রকোণা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত রায়ের বাসায় হামলা ভাঙচুর অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়ের বাসায় হামলা ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছিল। এঘটনা কেন্দ্র করে শুক্রবার রাতের দিকে কতিপয় দূর্বৃত্তরা প্রশান্ত রায়ের বাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুঠপাট করেছে বলে জানান একাধিক বাসিন্দা।
অপরদিকে ওইদিন রাতে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেখ এর গ্রামের বাড়ীতে হামলা ভাঙচুর করে বাড়ীতে থাকা উন্নত জাতের ছাগল নিয়ে যায় স্থানীয় দূর্বৃত্তরা।

উল্লেখ্য যে, আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী শুক্রবার সকালে জেলা শহরে ঝটিকা মিছিল করেছেন। সকাল আনুমানিক ছয়টার দিকে ছোট বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে এ ঝটিকা মিছিল হয়। মিছিলের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

ভিডিও দৃশ্যে দেখা গেছে, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় মিছিলটির নেতৃত্ব দিয়েছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিল শেষে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রায় দু-তিন মিনিট বক্তৃতা করেন।

জানা গেছে, ৫ আগস্টের পর দায়ের করা একাধিক নাশকতা মামলার আসামী প্রশান্ত কুমার রায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার (২০জুন) সকালে হঠাৎ রাজপথে দৃশ্যমান হোন প্রশান্ত কুমার রায়।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা ও সচেতন মহল বলেন, মাঠে ময়দানে রাজপথে মিছিল মিটিং হওয়াটা স্বাভাবিক কিন্তু যে বা যাঁরা মিছিল মিটিং করলো তার প্রতিবাদে বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লুঠপাট এটা খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও মব জাস্টিস এটা তো মারাত্মক ভয়ানক ঘটনা। এব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবী জানাই সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করার জন্যে।

এ ব্যাপারে জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, হামলা ভাঙচুর ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ যদি লিখিত অভিযোগ দেন, তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD