
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে জাতীয় সংসদ র্নিবাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরইমধ্যে র্নিবাচনী আমেজ বইতে শুরু করেছে।দিনাজপুর ৬(ঘোড়াঘাট,নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর) আসনের
রাস্তাঘাটে।র্সবত্রই ঝুলছে নৌকার র্প্রাথীর পোস্টার। নৌকার পোস্টার ছাপিয়েস্বতন্ত্র বা অন্য দলের র্প্রাথীদের প্রচার-প্রচারণা খুব কমই দেখা যাচ্ছে।
দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ র্প্রাথী শিবলী সাদিক মঙ্গলবারবিপুল সংখ্যক নেতার্কমী নিয়ে তার র্নিবাচনী এলাকায় শোভাযাত্রাসহ পথ সভা ও জন সভা করছেন।
এলাকার অলিগলিতে হাঁটলেই চোখে পড়ছে চারদিকে ঝুলিয়ে রাখা সাদাকালো পোস্টার। আসন্ন র্নিবাচনের প্রচারণা যে শুরু হয়ে গেছে, তা এই এলাকার অলিগলির রাস্তার সাজসজ্জাতেই বোঝা যাচ্ছে।তবে সকল পোস্টারই আওয়ামী লীগ মনোনীত র্প্রাথী শিবলী সাদিকের নৌকার পোস্টার। অন্যকোনো পোস্টার চোখে পড়ে না এ এলাকায়।এলাকায় ঘুরেও মাথার ওপরে ঝুলতে দেখা গেছে শুধু নৌকারই
পোস্টার। পোস্টারেই ছেয়ে গেছে তার সংসদীয় আসন। এই এলাকায় র্প্রাথীরা প্রতীক বরাদ্দের পরই ঝুলিয়েছেন তাদের
পোস্টার। নৌকার পোস্টারে ছেয়ে গেলেও অন্য দলের কিংবা
স্বতন্ত্র র্প্রাথীদের পোস্টার ও প্রচারণা তেমনটি চোখে পড়েনি।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারে নেমেছেন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনের র্প্রাথী শিবলী সাদিক ও র্কমী- সর্মথকরা।
তবে এবারের র্নিবাচনে বিএনপিসহ বেশ কয়েকটি দল না থাকায় র্নিবাচনী প্রচারণার মাঠে আওয়ামী লীগের নৌকার র্প্রাথী ছাড়াঅন্য কারও র্কাযক্রম চোখে পড়ছে না খুব একটা। বিএনপিবিহীন র্নিবাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় র্পাটিসহ ৪টিদলের আসন সমঝোতার পরে বাকি ২২টি দলের র্প্রাথীরা এক প্রকার আনুষ্ঠানিতার জন্যই র্নিবাচনে আছেন-কয়েকটি দলের নেতারা। তাই অন্য দলগুলোর দাবি– ‘র্নিবাচনে আওয়ামী লীগের যেখানে জয় নিশ্চিত, সেখানে তারা এতো খরচ করে প্রচারণা করতে
চায় না’।◌্অন্য র্প্রাথীরাও আগামী ১-২ দিনে প্রচারণা ও পোস্টার ঝোলাবেন বলে জানা গেছে।
এদিকে, আওয়ামী লীগের র্প্রাথী ও সর্মথকরা বলছেন, র্নিবাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই র্নিবাচন উ সবমুখর হওয়া। নৌকার প্রচারণায় তারা পোস্টারিংসহ জনসভা করতে সবার থেকে এগিয়ে থাকতে চান ও ভোটারদের অংশ গ্রহণ এবং র্সব্বোচ্চ ভোট পেতে চান তারা।
এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার অধিকাংশ অলিগলিতে নৌকার র্প্রাথীর পোস্টার, ব্যানার ঝোলানো হয়েছে। নৌকার র্প্রাথী ও সর্মথকরা তাদের এলাকার মানুষদের কাছে হ্যান্ডবিল, লিফলেট বিতরণ করছেন। নৌকা প্রতীক পাওয়ার শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী নেতার্কমীরা পিকআপ, ট্রাক, গাড়ি, বাসসহ বিভিন্ন যানবাহনে অংশ নেন। সোমবার থেকেই নৌকার প্রচারণা শুরু করেছেন। এ সময় নেতার্কমীরা দলীয় স্লোগান দেন ও নৌকা প্রতীকে ভোট চান।নৌকায় ভোট এবং প্রাথী শিবলী সাদিক দোয়া চেয়ে জনগণের মাঝে লিফলেট
বিতরণ করেন। এলাকাবাসী আমার সঙ্গে আছেন।
আশা করি, দিনাজপুর-৬ আসন থেকে বিপুল ভোটে র্নিবাচিত হতে পারবো। আমরা র্স্মাট বাংলাদেশ বির্নিমাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাই। তবে নৌকা ব্যতীত স্বতন্ত্র র্প্রাথী আজিজুল হক চৌধুরী,শাহ আলম বিশ্বাস ও মোফাজ্জল হোসেন, তারা তাদের পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু
করেন।