
রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়া এলাকায় থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার (২০ডিসেম্ববর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- একরামুল হাসান নাঈম (২৮), মো. বাধন হোসেন (২২), আবুল কালাম আজাদ (৪২), জীবন দাশ (৪০), মোঃ মনির হোসেন (৩৫), মো. শাহ আলম (৪২), মো. নাঈমুর রহমান (৪০)।
এ সময় তাদের কাছ কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ৪টি সুইচ গিয়ার চাকু, ১টি চাকু, ১টি রশি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রত পালিয়ে যেত বলে জানা যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একরামুল, বাধন, জীবন ও শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা, মাদক মামলা ও মারামারি মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
ডিআই/এসকে