
এ আসনে ১০ জন বৈধ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এর মধ্যে আটজনকে চেনেন না স্থানীয় ভোটারদের অনেকেই।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী ও জাকের পার্টির প্রার্থী মোশাররফ হোসেন বুলু মনোনয়ন প্রত্যাহারের পর বৈধ ১২ জন প্রার্থীর মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাসদ মনোনীত প্রার্থী গোলাম আহসান হাবিব মাসুদ এলাকায় পরিচিত। বাকি আটজনকে চেনেন না স্থানীয় ভোটারদের অনেকেই।
প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন কৃষক-শ্রমিক-জনতা লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোট খন্দকার রবিউল ইসলাম, বিএনএফ প্রার্থী মো. ওমর ফারুক সিজার, বাংলাদেশ কল্যাণ পার্টি আইরিন আক্তার, এনপিপির মর্জিনা বেগম, বাংলাদেশ কংগ্রেস পার্টির ফখরুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেকি) জয়নাল আবেদীন (ট্রাক)।
প্রতীক পাওয়ার পর সোমবার সন্ধ্যায় জাসদ প্রার্থী গোলাম আহসান হাবিব মাসুদ মোটরসাইকেল নিয়ে উপজেলা শহর, মীরগঞ্জ বাজার, তিস্তাবাজারসহ বিভিন্ন এলাকায় মহড়া দেন। জাতীয় পার্টিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরাও উপজেলার একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে নির্বাচনী প্রচার চালান।