
টাঙ্গাইলের গোপালপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাড়িসহ মনির (২৫) নামের এক চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনির উপজেলার সমেশপুর গ্রামের লোকমানের ছেলে। সে মাইক্রোবাসের চালক।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে গোপালপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপালপুর পৌরসভার থানা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসযোগে দেশীয় অস্ত্রবহনকারী মাইক্রোবাসটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। গাড়িতে থাকা দু’জন পালিয়ে যায়। পরে অস্ত্রসহ চালককে গ্রেফতার করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে র্যাব ও পুলিশের সহায়তায় ওই মাইক্রোবাস চালককে অস্ত্রসহ গ্রেফতার করেন। পরে র্যাবের কাছে তাদের হস্তান্তর করা হয়। আসামিকে এখনও পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।
ডিআই/এসকে