প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ
লামায় দুই ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের লামা পৌরসভায় ও গজালিয়ায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা লগ্নে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে লামা ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করায় দুইটি ভাটাকে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারায় অনুযায় টিএমবি ও এসবিএম ব্রিকস্ এর মালিককে জরিমানা করা হয়েছে। এসময় পানি নিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, আমাদের এই অভিযান নিয়মিত চলবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.