
পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারে নামলেন পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী এবং দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে এ জিয়ারত করেন তিনি।
পরে ভোটারদের কাছে ‘লাঙ্গল মার্কার’ ভোট চেয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে পটুয়াখালী-১ আসনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ করবো। আশা করি এই কাজগুলো করার জন্য আপনারা আমাকে শেষ বারের মতো আর একবার সুযোগ করে দিবেন ।
এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. মো. আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-১ আসনে মোট ৬ জন প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।